ভোলাহাট চিত্র
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিরতণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর উপজেলা পষিদের ভাইস-চেয়ারম্যান গোমস্তাপুর হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু, কৃষক ইসমাইল হোসেন প্রমুখ। খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪শ জন কৃষককের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১৫ কেজি করে সার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস