Title
সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন,চাঁপাইনবাবগঞ্জ মহোদয় ১০ আগস্ট,২০২৩খ্রিস্টাব্দে প্রধান অতিথি হিসেবে ইফনাপ(পারিবারিক পুস্টি বাগান স্থাপন প্রকল্প) প্রকল্প এর আওতায় হেলিপ্যাড আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ
Details
সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন,চাঁপাইনবাবগঞ্জ মহোদয় ১০ আগস্ট,২০২৩খ্রিস্টাব্দে প্রধান অতিথি হিসেবে ইফনাপ(পারিবারিক পুস্টি বাগান স্থাপন প্রকল্প) প্রকল্প এর আওতায় হেলিপ্যাড আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করেন।
পরবর্তীতে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় ৭০ % ভূর্তকী মূল্যে কৃষি যন্ত্রপাতি ০৩টি "পাওয়ার রাইস উইডার" কৃষকের মাঝে বিতরণ করেন এবং গোমস্তাপুর কৃষি অফিসের উদ্যোগে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও
সুষম মাত্রায় সার ব্যবহারের লক্ষ্যে মাটি পরীক্ষার মাধ্যমে "সার সুপারিশ কার্ড" ৫০ জন কৃষকের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার জনাব তানভীর আহমেদ সরকার ,সহকারী কমিশনার (ভূমি) জনাব বিপাশা হোসাইন,কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃফিরোজ আলী,গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দএবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।